সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছাঁয়াছবির আদি <=> অন্ত

 ছাঁয়াছবি বা মুভি নাম শোনার মাএ'ই মনের মধ্যে আনন্দ কাজ করে। 

পৃথিবীতে গড়ে ৯৯.৬৫% মানুষ ছাঁয়াছবি পছন্দ।

 ছাঁয়াছবি পছন্দ করে না এমন মানুষ কম। তাহলে প্রশ্ন ছাঁয়া ছবি কি?

 কোথায় এর আবিষ্কার?আসুন এর ইতিহাস জানি।১৮৮০ খ্রিস্টাব্দে (এডুইন মূয়ব্রিজ) যুক্তরাষ্ট্রের চিত্রকারক তিনি বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য একটা ঘোড়ার দৌড়ের চিএ নিয়েছিলেন। ৬টি চিত্র নেয়ার পর, তিনি  দেখলেন ছবিতে  ঘোড়া গুলোর পায়ের অবস্তান পরিবর্তন। তিনি ছবি গুলোকে একই মাত্রাতে দ্রুত পরিবর্তন করে দেখেন ঘোড়াটি দৌড়াছে!এভাবে আবিষ্কার হয় ছাঁয়াছবি। সেই ঘোড়ার দৌড়ের ছাঁয়াছবিটি আজ  বিশ্বের প্রথম ছাঁয়াছবি।এরপর যুগের উন্নয়ন যত বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তির ব্যবহার করে ছাঁয়াছবির প্রসার হয়।


*এতো ছিল Cinema's একাল-সেকাল!  আবেগ-আপ্লুত হলে পড়ে আসতে পারেন আমাদের অন্যান্য কয়েকটি ব্লগ পোষ্ট!

আরও পড়ুন!

৪০ কেজি ওজনের মুঠোফোন! Click here to read! 


মন্তব্যসমূহ