"একতা",শব্দটা ছোট তবে অর্থটি হলো প্রগাঢ়। মানুষ থেকে শুরু করে, সমুদ্রের দানব খ্যাত নীল তিমি,, ডলফিন কিনবা জিরাফ, মৌমাছি কিনবা বিভিন্ন প্রজাতির পাখি এদের প্রত্যেকটিই হলো একতা ও দলবদ্ধ হয়ে বেঁচে থাকার উদাহরণ।কিন্তু আজকে আমি কথা বলতে চাচ্ছি একটা অদ্ভুত, আশ্চর্যজনক তবুও বাস্তব একটি প্রাণী জগত নিয়ে যারা আপনাকে ভাবিয়ে তুলবে " হায়,ঈশ্বর এটা কিভাবে সম্ভব! " আজকের আলচ্য প্রাণী হলো ডায়নোসরের যুগ থেকে লড়াই করে বেঁচে থাকা আজকের পৃথিবীর সকল দেশে বিরাজ করা" পিঁপড়ে"। পৃথিবীর সবচেয়ে সফল এবং অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণীর মধ্যে অন্যতম হলো পিঁপড়ে।বিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবীতে পিঁপড়ের প্রথম আবির্ভাব হয়েছিলো,১৪০-১৬৮মিলিয়ন বছর আগে জুরাসিক সময়ের মধ্যে যখন পৃথিবীতে ডায়নোসর বিরাজ করতো এবং উদ্ভিদের মধ্যে ফার্ন এবং পাইন নামক উদ্ভিদ জন্মাত।উক্ত সময়টিতে বর্তমান পৃথিবীর মহাদেশ গুলো বিভক্ত ছিলো না।তখন সুপারকন্টিনেন্ট অর্থাৎ ইউরেশিয়া ও গন্ডোয়ানা ছিলো।তবে সময়ের সাথে সাথে ঘটে নানা বৈরিতা।জলবায়ু পরিবর্তন কিনবা প্রাকৃতিক দূর্যোগ ভয়াবহ রূপ ধারণ করে।ফলে সুপারকন্টিনেন্ট বিভক্ত হয়ে বর্তম...